Logo

নির্দিষ্ট সময়ে টস হয়নি, কখন মাঠে গড়াবে দ্বিতীয় সেমি ফাইনাল?

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুন, ২০২৪, ০৬:১০
55Shares
নির্দিষ্ট সময়ে টস হয়নি, কখন মাঠে গড়াবে দ্বিতীয় সেমি ফাইনাল?
ছবি: সংগৃহীত

আর এখনও পর্যন্ত টসের সময়ও জানা যায়নি

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমি ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১০ উইকেটের বিরাট বড় ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল ইংলিশরা। গত বছরের সেই হারের ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত-কোহলিরা। আরও একবার বিশ্বকাপের সেমি ফাইনালের দারপ্রান্তে ভারত-ইংল্যান্ড।

গায়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর ঘণ্টা দুয়েক আগে থেকে কয়ে দফায় বৃষ্টি হয়েছে। আর তাতেই মাঠের আউটফিল্ডে প্রচুর পানি জমেছে। ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। আর এখনও পর্যন্ত টসের সময়ও জানা যায়নি। যদিও এখন বৃষ্টি নেই, তবে মাঠ ভেজা থাকায় কিছুটা অপেক্ষা করতে হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী-শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে ২৫০ মিনিট।

দ্বিতীয় সেমিফাইনালেও যদি রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি গড়াতো ২৮ জুন রাত ৮টা ৩০ মিনিটে। রিজার্ভ ডে-তে গড়ালে এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনাল খেলার জন্য মাঠে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে চিহ্নিত করে ২৯ জুন ফাইনাল আয়োজনের পক্ষে। আর এই ক্ষেত্রে সুপার এইটে যারা এগিয়ে ছিল (ভারত), তাদেরকেই ফাইনালে দেখা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজকের ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে ন্যূনতম ১০ ওভারের খেলা হতে হবে। নির্দিষ্ট ওভারের খেলা সম্পন্ন হলে জয়-পরাজয় নির্ধারণ করা হবে ডিএলএস পদ্ধতিতে। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত হয়ে কপাল পুড়তে পারে জস বাটলারদের, কারণ সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়ায় রোহিত শর্মার দল সরাসরি ফাইনালে উঠে যাবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD