ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শাকিব খান কি থাকছেন?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে নতুন মালিকানা নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। দলটির সঙ্গে যুক্ত হয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। মাঠে দল কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও গ্যালারিতে তার উপস্থিতি দর্শকদের মাঝে তৈরি করেছিল ভিন্ন রকম উত্তাপ। শাকিবের কারণে দলটির প্রতি আগ্রহও বেড়ে যায় কয়েকগুণ।
বিজ্ঞাপন
এবারের বিপিএলে টিকে থাকা দুটি দলের একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস। তবে নতুন মৌসুম শুরুর আগেই গুঞ্জন ওঠে—শাকিব আর নাকি থাকছেন না ঢাকার মালিকানায়। আরো বাড়ে জল্পনা, যখন বিপিএলের নিলামেও দেখা যায়নি তাকে। আগের আসরের ড্রাফটে উপস্থিত থাকলেও এবারের নিলামে অনুপস্থিতি তৈরি করে প্রশ্ন।
তবে ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। জানা গেছে, আগের মৌসুমে রিমার্ক হারল্যান ছিল দলের মালিক; নতুন মৌসুমে সেই জায়গায় এসেছে চ্যাম্পিয়ন স্পোর্টস। মালিকানা বদলালেও শাকিব খানের হাতে রয়ে গেছে দলের ২০ শতাংশ শেয়ার। অর্থাৎ ঢাকার অংশীদার হিসেবেই থাকছেন তিনি। প্রয়োজন পড়লে বিপিএলের নতুন মৌসুমেও মাঠে দেখা যেতে পারে তাকে।
বিজ্ঞাপন
গত আসরে প্রত্যাশা পূরণ না হলেও দলকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন শাকিব খান। তিনি বলেছিলেন, ‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক থেকে শুরু করে স্পনসর—সবার ভালোবাসা ও বিশ্বাসই আমাদের শক্তি। আগামীতে সবাই মিলে ঢাকাকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি।’
আরও পড়ুন: ‘আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ’
এদিকে এবারের মৌসুমে দলের তালিকায় রয়েছেন, তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা ও জুবাইরউল্লাহ আকবরি।
বিজ্ঞাপন
মালিকানা পাল্টালেও ঢাকা ক্যাপিটালসের অংশীদার হিসেবে শাকিব খান রয়েছেন, ফলে তার উপস্থিতি দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় এখনও গুরুত্বপূর্ণ।








