টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানাল লিটন

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে যৌথআয়জনে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে খেলবে বাংলাদেশ দলও। বিশ্বকাপের আগে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর দারুণভাবে ফিরেছিল বাংলাদেশ দল। পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেয় লিটন বাহিনী।
বৃৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাজধানী উত্তরার একটি স্কুলের স্পোর্টস ডেতে উপস্থিত হয়ে লিটন জানালেন বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যেখানেই খেলতে যাই না কেন, লক্ষ্য সবসময় বড় থাকে। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জিততে। কতটা সফল হব জানি না, তবে চেষ্টায় কোনো কমতি থাকবে না।’
চলতি মাসের শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের পারফরম্যান্স বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন লিটন, ‘বিপিএলও টি-টোয়েন্টি ফরম্যাটের। বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেক বাড়বে।’
বিজ্ঞাপন
বর্তমান বাংলাদেশের টি-টোয়েন্টি দলই কি বিশ্বকাপে যাবে এমন প্রশ্নে লিটন বলেন, ‘অভিজ্ঞতার গুরুত্ব বেশি হলেও দরজা সবার জন্যই খোলা। যারা অনেকদিন ধরে এই ফরম্যাটে খেলছে তাদের প্রাধান্যটাই বেশি। তবে যদি বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করে এবং কোচ–নির্বাচকরা মনে করেন তাকে প্রয়োজন, তাহলে অবশ্যই জায়গা খোলা আছে।’








