রাজধানীতে বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২৯শে জুন ২০২৪


রাজধানীতে বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।


শনিবার (২৯ জুন) দুপুর ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় আট মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে বিএনপি।


দলীয় সূত্র থেকে জানা গেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন পর কর্মসূচি দেওয়া হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন বিএনপি সর্বস্তরের নেতারা।


আরও পড়ুন: ২০২৩ সালে আওয়ামী লীগের ২৭ কোটি টাকা আয়


বর্তমানে বিএনপির ঢাকা মহানগরে কোনো কমিটি নেই। তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশের সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন।


খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (২৬ জুন) তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকায় শনিবার সমাবেশ ঘোষণা করেন তারা। এছাড়াও আগামী ১ জুলাই সব মহানগর ও ৩ জুলাই সব জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে।


বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল দুটি সূত্রে জানা যায়, শনিবার নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে পুলিশ।


আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের আরেক খেলা: ফখরুল


অপরদিকে, বিএনপির এ কর্মসূচি ঘোষণার দুই দিন পর বরাবরের মতো এবারও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা-পাল্টি কর্মসূচির ঘোষণা দিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবেন দলের নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ করেই শুক্রবার (২৮ জুন) বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না।


এমএল/