Logo

দাঁড়িপাল্লা প্রতীক আমরা চিনি না: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৫ জানুয়ারি, ২০২৬, ১৮:১৫
দাঁড়িপাল্লা প্রতীক আমরা চিনি না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলেও দল কোনো ধরনের দখলদারিত্ব বা অবৈধ কর্মকাণ্ডের রাজনীতি করবে না। আওয়ামী লীগের আমলে যেসব অনিয়ম, দুর্নীতি ও দখলবাজির অভিযোগ উঠেছে, বিএনপি সেই পথ অনুসরণ করবে না।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির নেতাকর্মীরা বহুবার জেল-জুলুমের শিকার হয়েছেন। তারপরও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস না করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাই না কেউ জমি দখল বা অন্য কোনো বেআইনি কাজে জড়াক। বিএনপির কেউ যদি এমন কর্মকাণ্ডে যুক্ত হয়, আপনারা জানাবেন— আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যে ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছে, বিএনপি তা কোনোভাবেই হতে দেবে না।

বিজ্ঞাপন

বর্তমান নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আগে ভোটের লড়াই ছিল মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে, যা ভোটারদের কাছে পরিচিত ছিল। এখন নতুন করে দাঁড়িপাল্লা প্রতীক এসেছে, আমরা সেটা চিনি না। যদিও দলটি পুরোনো, কিন্তু আমাদের সঙ্গে তাদের রাজনৈতিক পার্থক্য রয়েছে।

বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, তাদের রাজনৈতিক অবস্থান ও বিএনপির আদর্শ এক নয়। বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে এবং অতীতে পাঁচবার সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি পরীক্ষিত দল, আমরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি।

বিজ্ঞাপন

পরে চেড়াডাঙ্গী ঈদগাহ মাঠে আরেকটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের কঠোর সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে দলটি পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল। তাই ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আবেগঘন কণ্ঠে মির্জা ফখরুল বলেন, এটি হয়তো তার জীবনের শেষ নির্বাচন। এ কারণে তিনি সবার কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভাগুলোতে নির্বাচনী প্রচারণা জমে ওঠে। বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD