ঢাকা-৮ আসনে নির্বাচিত হলে অপরাধ দমনের অঙ্গীকার মির্জা আব্বাসের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজ নির্বাচনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার করেছেন। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এলাকা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বিজ্ঞাপন
প্রচারণাকালে মির্জা আব্বাস নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী পক্ষের কিছু বক্তব্যে নির্বাচনি প্রক্রিয়াকে প্রভাবিত করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
বিজ্ঞাপন
মির্জা আব্বাসের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সব ধরনের অনিয়ম ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনগণই শেষ পর্যন্ত এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করবে।








