নির্বাচনি প্রচারণায় ঝিনাইদহ যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় অংশ নিতে ঝিনাইদহ সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। রোববার থেকেই জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। এ বিষয়ে আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করেছে দলটি।
জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সভাকে ঘিরে তৎপরতা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জনসভায় দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে নির্বাচনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন জামায়াত আমির।
বিজ্ঞাপন
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানিয়েছেন, ঝিনাইদহবাসীর সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক বার্তা পৌঁছে দেওয়াই এ সফরের মূল উদ্দেশ্য। স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যেও সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।








