নির্বাচনে ‘চাঁদাবাজ-জমিদারদের’ বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান নাসীরুদ্দীনের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদাবাজি ও প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান। একই সভা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমর্থিত ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি প্রচারের অংশ।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ হওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে তা অব্যাহত রয়েছে। তিনি ভোটারদের এ বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি একটি আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গও তোলেন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি কর্মসংস্থানভিত্তিক নীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ভাতার পরিবর্তে কাজের সুযোগ সৃষ্টি করাই হওয়া উচিত অগ্রাধিকার। তরুণ সমাজের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।
বিজ্ঞাপন
গণভোট প্রসঙ্গে তিনি ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষাঙ্গনে সহিংসতা ও অস্বাস্থ্যকর রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
বিজ্ঞাপন
ঢাকা-৬ আসনের প্রার্থী আব্দুল মান্নান পুরান ঢাকার নাগরিকদের নানা বঞ্চনার কথা তুলে ধরে এলাকাটিকে চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা নির্বাচনে সুষ্ঠু অংশগ্রহণ ও ন্যায্যতার ওপর গুরুত্বারোপ করেন।








