ফেনীর জনসভায় পৌঁছালেন তারেক রহমান, স্লোগানে মুখর পাইলট মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনীতে আয়োজিত জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছেছেন। তার আগমনকে ঘিরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই জমতে থাকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল।
বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাস মাঠে প্রবেশ করলে উপস্থিত হাজারো নেতাকর্মী করতালি, হাত নাড়া এবং স্লোগানে তাকে স্বাগত জানান। মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশস্থলে ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘ভোট দেব কীসে, ধানের শীষে’, ‘রাজপথ ছাড়িনি, ছাড়ব না’, ‘তারেক রহমান তোমাকে শুভেচ্ছা’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। দলের কর্মীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সংবলিত প্ল্যাকার্ড।
নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে মিছিল নিয়ে মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুর সাড়ে ৩টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর আশপাশের সড়ক ও এলাকা জুড়েও সমর্থকদের ভিড় ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
মঞ্চে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা আসন্ন নির্বাচন, সংগঠন শক্তিশালীকরণ এবং দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
বিপুল জনসমাগম ও শীর্ষ নেতার উপস্থিতি বিবেচনায় জনসভা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাকে তিনটি ভাগে ভাগ করে দায়িত্ব পালন করছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চ এলাকা ও আশপাশে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
বিজ্ঞাপন
দলীয় নেতারা বলছেন, প্রায় দুই দশক পর ফেনীতে তারেক রহমানের সরাসরি উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এই জনপদে তার আগমনকে ঘিরে কর্মীদের মধ্যে বাড়তি আবেগ লক্ষ্য করা গেছে।
সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে তার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। ভিড় সামাল দিতে শহরের অন্তত ১০টি পয়েন্টে বড় পর্দা স্থাপন করা হয়েছে, যাতে দূরে থাকা মানুষও বক্তব্য শুনতে পারেন।
বিজ্ঞাপন
এই জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। পাশাপাশি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে তার।
এর আগে একই দিনে তিনি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আরেকটি নির্বাচনী মহাসমাবেশে অংশ নেন। ফেনীর কর্মসূচি শেষে কুমিল্লার বিভিন্ন স্থানে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরেও একটি জনসভায় অংশ নেওয়ার সূচি রয়েছে।
সব মিলিয়ে, দিনভর একাধিক জনসভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান।








