Logo

তারেক রহমানের বরিশাল সফর নিয়ে ধোঁয়াশা, কর্মসূচি স্থগিত

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২৫ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
তারেক রহমানের বরিশাল সফর নিয়ে ধোঁয়াশা, কর্মসূচি স্থগিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বরিশাল সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একাধিকবার সময়সূচি পরিবর্তনের পর শেষ পর্যন্ত তার নির্ধারিত নির্বাচনী জনসভা ও সফর কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ফলে কবে তিনি বরিশালে আসছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি দলীয় নেতৃত্ব।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে ২৬ জানুয়ারি সফরের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র দুদিন আগে শনিবার বিকেলে সেই তারিখও বাতিল করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হয়েছে।

তারেক রহমানের সম্ভাব্য আগমন ঘিরে ইতোমধ্যে বরিশাল বিভাগে প্রস্তুতি সভা, সাংগঠনিক সমন্বয় ও জনসভা আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয়ভাবে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত আসায় সব পরিকল্পনা আপাতত থমকে গেছে।

বিজ্ঞাপন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। শুরুতে ২৬ জানুয়ারি ঠিক করা হয়েছিল, পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু সার্বিক সমন্বয় জটিলতার কারণে সেটিও স্থগিত করতে হয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল। পাশাপাশি বিকল্প পথে ফিরে যাওয়ার বিষয়েও আলোচনা চলছিল। তবে সামগ্রিক শিডিউল মিলাতে না পারায় আপাতত সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

নেতৃত্বের দাবি, সফর বাতিল হয়নি; নতুন তারিখ কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই দশক পর দলটির চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল।

বরিশাল অঞ্চলের বিএনপি নেতারা মনে করছেন, চেয়ারম্যানের সফর বাস্তবায়িত হলে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। তিনি বরিশালে এলে দলীয় কর্মীদের মনোবল আরও বাড়বে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

সব মিলিয়ে, বহুল আলোচিত এই সফর এখন কেবল সময়ের অপেক্ষা। নতুন তারিখ ঘোষণার দিকে তাকিয়ে আছেন বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD