বিপিএল ড্রাফটের সময় জানাল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এরই মধ্যে পরবর্তী আসরের জন্যও প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৫ সালের বিপিএল প্লেয়ার্স ড্রাফট কবে হবে সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আসর কবে থেকে মাঠে গড়াবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন শান্ত!
সোমবার (১ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ সময় বিপিএল প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগ করেছি। বেশিরভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করবো..।'
এরপর প্লেয়ার্স ড্রাফটের নিদিষ্ট সময় নিয়ে সুজন বলেন, 'ইতোমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করবো। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।'
আরও পড়ুন: একযুগের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধস সাকিবের
বিপিএলের সময়সূচি নিয়ে সুজন জানান, ‘এফটিপিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করি। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’
জেবি/আজুবা