প্রধানমন্ত্রী রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন: কাদের

এখন যারা দুর্নীতি করছে, তাদের কোনো উপায় নেই। সব দুর্নীতিবাজের বিচার হবে
বিজ্ঞাপন
শেখ হাসিনা রাতে ঘুমান না বলে উল্লেখ করেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “রাত ২ টার সময় ফোন করলেও তাকে পাওয়া যায়। তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন। মানুষের কষ্ট কীভাবে দূর করা যায়, এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না। একটু ধৈর্য ধরুন। সর্বাত্মক চেষ্টা চলছে।”
সোমবার (১ জুলাই) বিকালে তেজগাঁও জেলা আ. লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুর্নীতিবাজ কাউকে ছাড় দেয়া হবে না: কাদের
বিজ্ঞাপন
এসময় দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন সেতুমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন যে, আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে, তাদের কোনো উপায় নেই। সব দুর্নীতিবাজের বিচার হবে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আ. লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
জেবি/এসবি