কুড়িগ্রামে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪


কুড়িগ্রামে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
ছবি: প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে নৌকাযোগে ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 


সোমবার বিকেলে তিস্তা নদীতে পানিবন্দি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের চর-খিতাবখাঁ ও কালিরহাট এলাকায় ২৫০ টি পরিবারের মাঝে ২৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। 


আরও পড়ুন: ময়দা ছুড়ে ছবি আঁকেন জসিম


এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, এমপির প্রতিনিধি সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আরিফুল ইসলাম লাভলু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মামুনুর রশীদ, মিনহাজুল ইসলাম, বিদ্যানন্দ ইউপি সদস্য শেফারুল ইসলাম।


রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


এমএল/