জয়ের পর কেন বার্বাডোজ পিচের মাটি খেয়েছিলেন রোহিত?


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪


জয়ের পর কেন বার্বাডোজ পিচের মাটি খেয়েছিলেন রোহিত?
ছবি: সংগৃহীত

গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩ বছর পর আইসিসি ট্রফি ঘরে তুলেছে রোহিতরা। এমন মুহূর্তে বুনো উল্লাসে মেতে ওঠেন ক্রিকেটার, কোচ-স্টাফসহ গ্যালারীতে থাকা ভারতীয় সমর্থকেরা। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অদ্ভুত এক কান্ড করে বসেন যা নজর কাড়ে সকলের। ফাইনালের পিচ থেকে মাটি তুলে মুখে নেন তিনি, যার কারণ ব্যাখ্যা করেছেন রোহিত নিজেই।


আরও পড়ুন: তবে কি রোহিতকে অবসর নিতে বাধ্য করা হয়েছে?


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে এর জবাব দিয়েছেন। সেখানে রোহিত বলেন, ‘আগে থেকে কোনো কিছু ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ এবং পিচ ভুলতে পারব না আমি। তাই এর একটা অংশ নিজের কাছে রাখতে চেয়েছিলাম আমি। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। এখানে আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছি।’


ফাইনালে প্রায় হেরেই বসেছিলেন রোহিত-কোহলিরা। কারণ প্রোটিয়াদের জয়ের জন্য শেষ ৩০ বলে সমান ৩০ রান প্রয়োজন ছিল। ওই অবস্থায় ভারত জিততে পারবে, এমন চিন্তা হয়তো কেউই করতে পারেনি। প্রোটিয়াদের ঝড়ো ব্যাটিং দেখে মনে হয়েছিল ভারতের করা ১৭৬ রান যথেষ্ট নয়। এমন একটা পরিস্থিতি থেকে ভারতকে ম্যাচ জেতান জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। শেষ ওভারে ডেভিড মিলার যখন লং অফে উড়িয়ে মারেন, বাউন্ডারি লাইন থেকে অবিস্মরণীয় ক্যাচ লুফে মোড় ঘুরিয়ে দেন সূর্যকুমার যাদব। এরপর ১৬৯ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।


আরও পড়ুন: অবসরের আগেই অ্যান্ডারসনকে নতুন দায়িত্ব দিল ইংল্যান্ড


ওই মুহূর্তটি রোহিত এখনও ভুলতে পারছেন না। তিনি বলেন, ‘এই মুহূর্তটা বিশ্বাস করা কঠিন। এখনও ঠিক ধাতস্থ হতে পারছি না। স্বপ্ন মনে হচ্ছে। সত্যিই আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেটা বিশ্বাস করতে পারছি না। এটাই আবেগ। মনের মধ্যে এটাই চলছে।’


জেবি/আজুবা