বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বিসিবি ও বাফুফের শুভেচ্ছা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪
আল জুবায়ের: সারাবিশ্বে প্রতিবছর ২ জুলাই পালন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই দিনটি সবদেশের ক্রীড়া সাংবাদিকরাই উদযাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও দিবসটি পালন করা হয়ে থাকে। আর বাংলাদেশের খেলাধুলার প্রচার-প্রসার ও মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের অবদান অনেক।
মঙ্গলবার (২ জুলাই) ক্রীড়া সাংবাদিক দিবসে ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে লিখেছে, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ২০২৪। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমস্ত ক্রীড়া সাংবাদিকদের তাদের উৎসর্গ এবং আবেগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
আরও পড়ুন: ঘুমের কারণেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মিস করেন তাসকিন!
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্রীড়া ক্ষেত্রে সাংবাদিকদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, শুভ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। আপনার আবেগ এবং উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। ক্রীড়া জগতে আপনার অমূল্য অবদানের জন্য আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশে ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন রয়েছে। এই তিন সংগঠনের মধ্যে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বৈশ্বিক সংগঠন এআইপিএসের অধিভুক্ত। বাংলাদেশে দীর্ঘদিন থেকেই দিবসটি পালন করে আসছে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন।
উল্লেখ্য, ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন (এআইপিএস) ১৯৯৪ সালের ২ জুলাই ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকেই প্রতি বছর বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে।
জেবি/আজুবা