Logo

চাঁপাইনবাবগঞ্জ পদ্মার চরে মাটির গভীরে ২ কেজি হেরোইন উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ০৫:১৭
56Shares
চাঁপাইনবাবগঞ্জ পদ্মার চরে মাটির গভীরে ২ কেজি হেরোইন উদ্ধার
ছবি: সংগৃহীত

আসামি মধ্যচর রুবেলপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার দুর্গম চরে মাটির দুই ফিট গভীরে ২ কেজি হেরোইন ও নগদ ৫৩ হাজার টাকাসহ মাদক সম্রাট কবির (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিএসসি র‌্যাব। আসামি মধ্যচর রুবেলপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

বুধবার (৩ জুলাই) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মধ্যচর রুবেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫ সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলা মধ্যচর রুবেলপাড়া সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে এক জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদক মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাব গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে আসামীর বসতবাড়ীর ভিতরে থাকা খড়ের স্তূপের নীচে মাটির দুই ফিট গভীরে পুঁতে রাখা অবস্থায় ২ কেজি হিরোইন উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ট্রাক্টর চালায় এবং কৃষি কাজ করে। এ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিত। ট্রাক্টর চালানোর আড়ালে অবৈধ মাদক হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটকের ঘটনায় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD