বাগেরহাটে স্বামী-স্ত্রীর একইসঙ্গে আত্মহত্যা

দরজা না খোলায় দরজা ভেঙে তার বাবা-মায়ের লাশ উদ্ধার করে
বিজ্ঞাপন
বাগেরহাটের বইটপুর বাজার সংলগ্ন ফকিরডাঙ্গা গ্রামে একসঙ্গে একই ফ্যানে স্বামী-স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার (৪ জুলাই) বাগেরহাটে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আবু দাউদ শেখ (৪৫) ও কুহেলী সুলতানা লাখী (৩৫) তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস তাদের ঘরের দরজায় ডাকাডাকি করলে দরজা না খোলায় দরজা ভেঙে তার বাবা-মায়ের লাশ উদ্ধার করে।
পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় যে, আবু দাউদ শেখ সকালে হাটতে বের হন, তিনি হেঁটে এসে তার স্ত্রীর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পায়, তাই দেখে তিনিও একই ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
বিজ্ঞাপন
এমএল/








