দোয়ারাবাজারে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় চিনি ও সুপারি উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। যার জব্দ মূল্য কোটি টাকারও বেশী।
শনিবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু‘র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া, বাংলাবাজার, বড়খাল ও কলাউড়া গ্রাম থেকে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আবারও সিলেট-সুনামগঞ্জে বন্যার আশঙ্কা
এসময় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি‘র কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, চোরাই পথে ভারতীয় চিনি ও সুপারি আমদানি করার হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এসডি/