ভারি বৃষ্টি ও বন্যা মুম্বাইয়ে স্কুল-কলেজ বন্ধ

ভারতের আবহাওয়া দফতর মুম্বাই, থানে ও পালঘরে অরেঞ্জ এলার্ট (কমলা সতর্কতা) জারি করেছে।
বিজ্ঞাপন
ভারতের বাণিজ্য রাজধানী খ্যাত মুম্বাই। এতে ভারি বৃষ্টির কারণে প্লেনের অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শহরের সব সরকারি, বেসরকারি ও মিউনিসিপ্যাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া দফতর জানায়, রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৬ ঘণ্টায় শহরটিতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
ভারতের আবহাওয়া দফতর মুম্বাই, থানে ও পালঘরে অরেঞ্জ এলার্ট (কমলা সতর্কতা) জারি করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতে প্রবল বৃষ্টিতে দুইদিনে নিহত ১৩
ভারি বৃষ্টির কারণে ৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন বিমান সংস্থাগুলো যাত্রীদেরকে বের হওয়ার আগে অনলাইনে ফ্লাইট স্ট্যাটাস দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছে।
বিজ্ঞাপন
ভিক্রোলির বীর সাভারকার মার্গ পৌর স্কুল এবং পৌরসভার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ সেন্টার ২৪ ঘণ্টায় (একদিনে) ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বিজ্ঞাপন
বিমানের পাশাপাশি মুম্বাইয়ের ট্রেন ও বাস চলাচলও বিঘ্নিত হচ্ছে। অনেক এলাকা তলিয়ে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা পিটিআই জানায়, রাত ৩টা থেকে ভোর ৬টা মধ্যে ভারি বৃষ্টি ও হড়কা বানে বাসিন্দ ও খার্দির মধ্যবর্তী রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি









