Logo

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করল সাউথ আফ্রিকা

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৪, ২২:১২
50Shares
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করল সাউথ আফ্রিকা
ছবি: সংগৃহীত

দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

বিজ্ঞাপন

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে সাউথ আফ্রিকা। সিরিজকে সামনে রেখে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন টেম্বা বাভুমা।

তবে এ দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ২০২১ সালে টেস্টে অভিষেকের পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইয়ানসেন। এখন পর্যন্ত প্রোটিয়াদের হয়ে ১৩ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন বাঁহাতি এ পেসার, ব্যাট হাতে করেছেন ৪০১ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রোটিয়া দলে ফিরেছেন উইকেট ব্যাটার রায়ান রিকেল্টন। ২০২২ সালে নিজের অভিষেকের পর মাত্র ৪টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক। এছাড়া নিজেদের জায়গা ধরে রেখেছেন ডেন প্যাটারসন এবং ডেন পিড। গত নিউজিল্যান্ড সিরিজেও দলের সাথে ছিলেন তারা। দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যাথিউ ব্রিটজ। ঘরোয়া লিগে চার দিনের ক্রিকেটে ৪৬ এভারেজে ৩২২ রান করা ব্রিটজকে জাতীয় দলের জার্সিতে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন, বর্তমানে খেলছেন  কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার আগে ডারবানে চারদিনের ক্যাম্প করবে দক্ষিণ আফ্রিকা। আগামী ৭ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি শুরু হবে ১৫ আগস্ট গায়ানায়।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:

বিজ্ঞাপন

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজা, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিডট, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD