গাইবান্ধায় ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ভাইসহ ৩ জন মোটরসাইকেল থাকা আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: গাইবান্ধায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসি মানুষ
নিহতরা হলেন, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের ছেলে নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার ছেলে শাকিল মিয়া (২২)।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত-কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জ এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী ট্রাকের সংর্ঘষে ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয় এবং ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেয়ার পথে শাকিল মিয়া মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ
