ফুলবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্রে আটক শিক্ষক বাবাকে ১০ দিনের কারাদণ্ড


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪


ফুলবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্রে আটক শিক্ষক বাবাকে ১০ দিনের কারাদণ্ড
প্রতিকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষা শেষের দিকে মেয়ের পরীক্ষার খাতাসহ আটক শিক্ষক বাবা আতিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।


আরও পড়ুন: জামালপুরে বিয়ের আগেরদিন পানিতে ডুবে যুবকের মৃত্যু


উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরি জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর খাতা উলট পালট করে দেখছিলেন আতিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করে ১০ দিনের সাজা দেন। 


আরও পড়ুন: মাছ বিক্রেতাকে মোবাইল কোর্টের জরিমানা


কাবেরি জালাল বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার অপরাধে শিক্ষককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদন্ড দেয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।


এমএল/