Logo

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড থেকে কত বেতন পাবেন গম্ভীর?

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ২২:৫২
194Shares
বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড থেকে কত বেতন পাবেন গম্ভীর?
ছবি: সংগৃহীত

‘গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে রাহুল দ্রাবিড় অধ্যায়। এবার শুরু হতে যাচ্ছে গৌতম গম্ভীর অধ্যায়। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হিসেবে নাম লেখালেন তিনি। অনেকের মনেই প্রশ্ন জেগেছে কত বেতন পাবেন গম্ভীর। তবে এখনও বেতনের ব্যাপারে বোর্ডের সঙ্গে কোনো চুক্তি হয়নি দ্রাবিড়ের উত্তরসূরি গৌতম গম্ভীরের।

তবে শোনা যাচ্ছে গম্ভীর নিজেই নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বেতন আপাতত তার চিন্তা নয়। পছন্দ মতো সাপোর্ট স্টাফদের দলে নেওয়ার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল। দলে যোগ দেওয়ার সময়েও রবির সঙ্গে কোনো চুক্তি হয়নি। পরে সব ঠিক হয়। গৌতমের ক্ষেত্রেও খুঁটিনাটি ব্যাপারগুলো পরে ঠাণ্ডা মাথায় তৈরি করা হবে। বেতন হবে রাহুল দ্রাবিড়ের মতোই।’

জানা গেছে, গম্ভীরকে নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফ বাছার অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গেও যোগাযোগ রেখে চলবেন তিনি। গম্ভীর নিজেও সে কথা কোচ হওয়ার পরেই বলেছিলেন। এনসিএর কোচ এবং আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের তালিকা চাওয়া হতে পারে।  কেকেআর একাডেমির প্রধান ও সাবেক ক্রিকেটার অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসেবে নিতে পারেন গম্ভীর। এ ছাড়া বোলিং কোচ হিসেবে সাবেক জাতীয় দল সতীর্থ জহির খান বা লক্ষ্ণীপতি বালাজিকে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্য অনুসারে, দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন। তবে গম্ভীর এর চেয়ে বেশিই পেতে পারেন। বেতনের বাইরে অন্যান্য সুযোগ-সুবিধাও কম নয়। ভারতের প্রধান কোচ বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে পান ২৫০ মার্কিন ডলার (২১ হাজার রুপির মতো) করে। এ ছাড়া বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বোর্ড বহন করে।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD