জীবননগরে সাংবাদিককে হত্যার হুমকি দিলো মাদক ব্যবসায়ী রাজন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪


জীবননগরে সাংবাদিককে হত্যার হুমকি দিলো মাদক ব্যবসায়ী রাজন
ছবি: জনবাণী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাধবখালীর মাদক সম্রাট ও বিজিবি-পুলিশের কথিত সোর্স রাজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মাদক ব্যবসার নেটওয়ার্ক নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজন সাংবাদিকদের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদেরকে হত্যার হুমকি দেন।


এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) জীবননগর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে মাদক ব্যবসায়ী রাজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি নিতে জীবননগর থানার ওসি (তদন্ত ) একরামুল হোসাইন ও শাহপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মনিরুল আপত্তি তোলেন। এ সময় তারা সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্যও করেন। তবে এক পর্যায়ে সাধারণ ডায়েরি নিতে বাধ্য হন। যা জীবননগর থানার জিডি নং- ৪৯৫ তারিখ : ১১/৭/২৪।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১


জানা যায়, রাজন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের প্রান্তিক কৃষক আব্বাস উদ্দিনের ছেলে। এলাকায় সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিজিবি পুলিশের কথিত সোর্স / সহযোগী হিসেবে পরিচিত। সে তার মাদক ব্যবসাকে বৈধতা দিতে কিংবা এলাকাবাসীকে বোকা বানাতে তার বাড়ির সাথে অতি সম্প্রতি মুদিখানা ও মোবাইল বিকাশ এর দোকান দিলেও অন্তরালে এলাকায় চুটিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন।


তার বিরুদ্ধে গত ৪ জুলাই অনুসন্ধান মূলক রিপোর্ট প্রকাশ করে দৈনিক জনবাণী। সংবাদ প্রকাশের পর মাদক ব্যবসায়ী রাজন ভীষণ ভাবে সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার এক পর্যায়ে রাজন সাংবাদিক জামাল হোসেন খোকনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। রাজন এলাকায় এক আতংকের নাম, তার সাথে বিজিবি-পুলিশের সখ্যতা রয়েছে। রাজনের সব অপকর্ম ওপেন সিক্রেট হলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না বলে অভিযোগ এলাকাবাসীর। তিনি একজন প্রান্তিক কৃষকের ছেলে হলেও হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।


আরও পড়ুন: ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ভুয়া পরীক্ষার্থীর জেল


সাংবাদিক জামাল হোসেন খোকনের সাথে অত্যান্ত বাজে ব্যাবহারের ঘটনায় জীবননগরের সাংবাদিক সমাজসহ সচেতন নাগরিক সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এ ব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান সাংবাদিক জামাল হোসেনকে মুঠো ফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তিনি থানায় গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।


জেবি/আজুবা