খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

পাঁচ দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার (১৪ জুলাই) সকালে ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে তার শারীরীক অবস্থার কোনো উন্নতি হয়নি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।”
আরও পড়ুন: এখনও হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া
গেল ৮ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে ভোর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়া ডায়াবেটিস, ফুসফুস, আর্থারাইটিস, হৃদরোগ, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

রাজধানীর মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: মির্জা ফখরুল

আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে

জামায়াতের সুযোগ নেই, তবে এনসিপির জন্য দরজা খোলা: সালাহউদ্দিন
