এখনও হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া এখনও হাসপাতালে সিসিইউ-সংবলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে চিকিৎসক জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দিনে দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করছেন।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
সপ্তাহখানেকের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুলাই) গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়। তবে সোমবার (৮ জুলাই) ভোররাতে আবারও অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ঢাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব: নাহিদ ইসলাম

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা
