Logo

সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৩:২৪
সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নির্বাচন ভবনে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিরা নির্বাচন ভবনে প্রবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আলোচ্য সূচিতে পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন, এখনো বিতরণ না হওয়া ব্যালট সংশোধন কিংবা প্রয়োজন হলে কিছু পোস্টাল ব্যালট বাতিলের বিষয়ও থাকতে পারে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকটি ইচ্ছাকৃতভাবে মাঝখানে স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

তার দাবি, ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে চোখে পড়ে না। এ প্রেক্ষাপটে যেসব ব্যালট এখনো পাঠানো হয়নি, সেগুলো সংশোধনের দাবি জানায় দলটি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD