প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। এর আগের দিন বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, এসব সাক্ষাৎ ছিল রাজনৈতিক সৌজন্যের অংশ। বৈঠকে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
১২ দলীয় জোটের বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, এলডিপিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন তারেক রহমান।
বৈঠকগুলোতে জোট নেতারা অতীতের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা জানান, অতীতে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের যে অঙ্গীকার বিএনপি করেছিল, তারই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে জোটের কয়েকজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। যারা মনোনয়ন পাননি, তারাও এ বিষয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি বলে জানান তারা। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে জোট নেতাদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন
জবাবে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে যোগ্যতা ও অবদান অনুযায়ী জোটের শরিকদের মূল্যায়ন করা হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আসন্ন বৈঠক দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে।








