জরুরি বৈঠক শেষে বিবৃতি দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ঘোষিত ইসলামপন্থিদের ‘একবক্স নীতি’তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দলটির নেতৃত্ব।
বিজ্ঞাপন
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এ কথা জানান দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ইসলামপন্থিদের মধ্যে পারস্পরিক আলোচনা অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই একবক্স নীতির কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করা হবে। এ বিষয়ে রাজনৈতিক মহল, গণমাধ্যমকর্মী ও দেশপ্রেমিক মানুষের আগ্রহকে দেশ ও ইসলামের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
গাজী আতাউর রহমান আরও বলেন, “ইনশাআল্লাহ, জাতির প্রত্যাশা পূরণ হবে এবং ইসলামপন্থিদের ঐক্যের মাধ্যমে একটি কার্যকর রাজনৈতিক ধারা গড়ে উঠবে।”
জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৈঠকে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ প্রেসিডিয়াম সদস্য, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, দেশ ও ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতেই এ বৈঠক আয়োজন করা হয়।








