নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলির ঘটনা সত্য নয়

রাজধানীর বাড্ডা এলাকায় মঙ্গলবার রাতের গুলিবর্ষণের ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি।
বিজ্ঞাপন
বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির অফিসকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থলে ফাঁকা গুলির ছোঁড়া হয়েছে, কোনো আহতের খবর পাওয়া যায়নি। এটি কোনো রাজনৈতিক হামলা নয়। ঘটনার সঙ্গে কোনো দলের সরাসরি সম্পৃক্ততা নেই।
পুলিশ জানায়, গুলির লক্ষ্যবস্তু হওয়া ভবনটি আগে এনসিপির কার্যালয় হিসেবে ব্যবহার হতো। তবে নভেম্বর মাসে এনসিপি তাদের অফিস আফতাবনগরে স্থানান্তর করেছে। ফলে বর্তমান গুলিবর্ষণ এনসিপির অফিসকে লক্ষ্য করে হয়নি।
বিজ্ঞাপন
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার রাত থেকে নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়ে যায়। এই ভুল ধারণা ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে এনসিপি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠায়।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বার্তায় উল্লেখ করেন, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। এটি নাহিদ ইসলামের অফিস বা নির্বাচনী অফিস নয়। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, ঘটনাটির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
নাহিদ ইসলাম নিজেও ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যমকে বলেছেন, এটি পুরোপুরি অরাজনৈতিক ঘটনা। কোনো নির্বাচনী প্রতিহিংসা বা রাজনৈতিক উদ্দেশ্য এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি সম্ভবত ব্যক্তিগত বা ব্যবসায়িক বিবাদের ফল।
বিজ্ঞাপন
পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এসি মো. আসাদুজ্জামান আরও বলেন, যেখানে গুলি হয়েছে, সেখানে এখন কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। এটি পুরোপুরি অরাজনৈতিক ঘটনা। আমরা চাই এই ধরনের ভুল তথ্যের কারণে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হোক।








