গোপালগঞ্জে ‘অর্থনৈতিক শুমারি- ২০২৪’ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র উদ্যোগে দেশব্যাপী চতুর্থ বারের মতো "অর্থনৈতিক শুমারি- ২০২৪" অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম।
আরও পড়ুন: গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা ও দায়রা জজের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, সহকারী কমিশনার রাসেল মুন্সী, গোপালগঞ্জ জেলার সরকারি কৌশুলী (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, গণমাধ্যমকর্মী কে এম শফিকুর রহমান, কাজী সেলিম নয়ন, জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি