বরগুনাতে ৩২ লিটার চোলাই মদসহ আটক ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪
বরগুনার তালতলীতে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলা শহরের বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: শিক্ষা অফিসারের দ্বিতীয় বিয়ে কাণ্ড: তথ্য ফাঁস করায় অফিস সহকারীকে লাঞ্ছিত
আটক মো. জাহাঙ্গীর উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বরাইতলা গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে তালতলী পাড়ার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২ টি বস্তায় ৫০০ মি.লি গ্রাম ৬৪ পানীয় বোতলে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, দেশীয় চোলাই মদসহ আটক জাহাঙ্গীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএল/