লালমনিরহাটে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-গায়েবানা জানাযা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৮ পিএম, ১৭ই জুলাই ২০২৪


লালমনিরহাটে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-গায়েবানা জানাযা
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদরের মিশন মোড় গোল চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারকারী আন্দোলনে অংশগ্রহণকারি শিক্ষার্থীরা।


বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিশন মোড়ে জড়ো হতে থাকে। সকাল ১১টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন আন্দোলনকারি নেতারা। কোটা বিরোধী স্লোগানে মুখরিত হয়েছিল মিশন মোড়।এরপর তারা গায়েবি জানাযায় অংশ নেয়।


আরও পড়ুন: লালমনিরহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১


এ সময় শিক্ষার্থীরা কোন প্রকার বাধার সম্মুখীন হয়নি। তবে প্রচন্ড গরমে একজন শিক্ষার্থী আন্দলরত অবস্থায় অজ্ঞান হয়ে যায়। অনেকটা শান্তি-শৃংখল ভাবেই এ আন্দোলন চলমান ছিল। তবে তিস্তা বুড়িমারী মহাসড়ক সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। দুপুর ১ টায় সাধারণ শিক্ষার্থীরা মিশন মোড় গোল চত্তর ত্যাগ করে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।


এমএল/