উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪


উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত

উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৮ জুলাই) এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।


আরও পড়ুন: কমপ্লিট শাটডাউনে রণক্ষেত্র মিরপুর, পুলিশ বক্সে আগুন


এদের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও ইসলামিক ইনিভার্সিটি অফ টেকনলোজির তানভিনের নাম জানা গেছে। কুয়েত মৈত্রী হাসপাতালে প্রচুর আহত শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসায় ব্যস্ত সময় যাচ্ছে।


মিজানুর রহমান বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন।


আরও পড়ুন: বাড্ডা-রামপুরা: পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১


উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।


জেবি/এজে