Logo

এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৪, ০১:৫২
এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

একই দিন একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেয়েরা

বিজ্ঞাপন

নারী এশিয়া কাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ায় নিগার সুলতানার দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়া ১১৪ রানে ও হারিয়ে সেমিতে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

বিজ্ঞাপন

সেমিফাইনালে লঙ্কানরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের। আর ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেল শক্তিশালী ভারতকে। ভারত ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুলাই) নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। একই দিন একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেয়েরা।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মেয়েরা জয় পায় ১০ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাট করে থাইল্যান্ডের মেয়েরা সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান। জবাব দিতে নেমে ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা। বিশমি গুনারত্নে ৩৯ এবং চামারি আতাপাত্তু অপরাজিত থাকেন ৩৫ রানে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD