প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪
২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। তবে এখনও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে ম্যাচ খেলার সুযোগ হয়নি আফগানদের। এবার সময় এসেছে সেই অপেক্ষা ফুঁরাবার। কিউইদের বিপক্ষে আফগানদের প্রথম টেস্ট ম্যাচটি হবে ভারতের মাটিতে।
আরও পড়ুন: আফ্রিদিকে ছাড়িয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড বিলালের
আগামী সেপ্টেম্বরে ভারতের গ্রেটার নয়ডায় প্রথমবারের মতো টেস্টে কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে আফগানরা। ক্রিকেট ভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুই দলের একমাত্র টেস্টটি শুরু হতে পারে ৯ সেপ্টেম্বর থেকে।
এটি হবে আফগানদের দশম টেস্ট। এ নিয়ে চলতি বছর তৃতীয় টেস্ট খেলতে চলেছে তারা। এক বছরের মধ্যে এখনও এর চেয়ে বেশি টেস্ট খেলেনি তারা। আফগানিস্তান দলের এখনও টেস্ট খেলার বাকি রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন: স্ত্রী-সন্তানের সামনেই লংকান অধিনায়ককে গুলি করে হত্যা
২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা ছিল আফগানদের। যদিও আফগানিস্তানে তালেবানরা শাসনভার দখলের পর নারীদের ক্রিকেট বন্ধ করে দেয়ায় সেই টেস্ট ম্যাচটি বাতিল করে দেয় আফগানিস্তান। যদিও আফগানদের দাবি ছিল ভিন্ন কারণে ম্যাচটি বাতিল করেছে অজিরা।
জেবি/আজুবা