Logo

পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৪, ০৩:২৩
66Shares
পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

আমরা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। এটা আলোচনার শুরু।

বিজ্ঞাপন

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

বৈঠকের শুরুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। এটা আলোচনার শুরু। পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটি তো এখন বলা যাচ্ছে না। এখানে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কারণ আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, আরও কয়েকটি কর্তৃপক্ষ আছে। এখানে কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনার পর সিদ্ধান্ত হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে গেল ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD