Logo

হলিউড অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমায় শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
8Shares
হলিউড অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমায় শাকিব খান
ছবি: সংগৃহীত

২২ বছরের ক্যারিয়ারে প্রায় ১৫ বছর একচেটিয়া দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। প্রযোজক-পরিচালকদের পছন্দের শীর্ষে থাকা এই নায়ক অভিনয় করেছেন বে...

বিজ্ঞাপন

২২ বছরের ক্যারিয়ারে প্রায় ১৫ বছর একচেটিয়া দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। প্রযোজক-পরিচালকদের পছন্দের শীর্ষে থাকা এই নায়ক অভিনয় করেছেন বেশ কিছু নায়িকার বিপরীতে।

জনপ্রিয় এই অভিনেতার  জন্মদিন ছিল সোমবার (২৮ মার্চ)। এদিন জীবনের ৪৩ বসন্তে পা রাখেন তিনি। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে ১৯৭৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শাকিব।

শতাধিক সিনেমার এই নায়ক এবার প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করেন। জন্মদিন উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা দেন এই নায়ক। সিনেমার নাম ‘রাজকুমার’। এদিন নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শাকিব খান এদিন বলেন, সবাই জানুক, আমেরিকায় গিয়ে শুধু গ্রীনকার্ড নিয়ে ঘুরেই আসিনি। কার্ডটা পকেটে নিয়েই বসে থাকিনি। সঙ্গে আমি আমার দেশ, চলচ্চিত্রকে নিয়ে এসেছি। আমেরিকায় এমন ব্যবস্থায় শুরু করতে যাচ্ছি, যেদিন আমাদের সিনেমা হলিউড-বলিউড সিনেমার মতো ডিস্ট্রিবিউশন হবে বলেও জানান তিনি।

এদিকে রাজকুমার সিনেমার চমক হচ্ছে এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি’কে। সোমবার সিনেমার মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

‘রাজকুমার’ সিনেমাটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ। এতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD