তৃতীয় দিন শেষে অলিম্পিকের পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকে পদকের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে জাপান। স্বাগতিক দেশ ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
টানা দ্বিতীয় দিন পদক তালিকার শীর্ষে থাকল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে ২টিসহ মোট ৬টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। এছাড়া ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জিতেছে সূর্যোদয়ের দেশটি।
স্বাগতিক ফ্রান্স ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ ১৬ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। চীন ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১২ পদক নিয়ে রয়েছে তালিকার তিনে।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ চীনের দখলে
অস্ট্রেলিয়া ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য পেয়ে চতুর্থ। ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সপ্তম স্থানে থাকা গ্রেট ব্রিটেন ঝুলিতে ভরেছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।
তবে মোট পদক সংখ্যায় অবশ্য যুক্তরাষ্ট্রই ওপরে। এখন পর্যন্ত ৩টিসহ সোনাসহ মোট ২০টি পদক জিতেছে তারা। স্বর্ণপদকের তালিকায় তাদের অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে।
জেবি/আজুবা