চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪


চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা  শাফিন আহমেদ
শাফিন আহমেদ - ছবি: সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত হলেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ।


মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।


গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ৪ দিন পর সোমবার (২৯ জুলাই) ঢাকায় তার মরদেহ আনা হয়। এরপর উত্তরায় নিজ বাসভবনে মরদেহ রাখা হয়। আজ জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিতে শাফিনের দ্বিতীয় জানাজা  অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: বলিউডের যে তারকারা ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়া


এসময় গীতিকার, সুরকার প্রিন্স মাহমদুদ, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, পলাশ, গীতিকার কবির বকুলসহ সংগীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া শাফিন আহমেদের বন্ধুবান্ধব, স্বজন, ভক্তরা জানাজায় অংশ নেন এবং শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানান। 


আরও পড়ুন: র‍্যাম্পে নজরকাড়া সোনাক্ষী, জানালেন বিয়ে নিয়ে   



পরে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের পাশে সমাহিত করা হয় শাফিন আহমেদকে।


শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।


জেবি/এসবি