Logo

চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৪, ০১:২১
63Shares
চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা  শাফিন আহমেদ
ছবি: সংগৃহীত

স্বজন, ভক্তরা জানাজায় অংশ নেন এবং শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

চিরনিদ্রায় শায়িত হলেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ৪ দিন পর সোমবার (২৯ জুলাই) ঢাকায় তার মরদেহ আনা হয়। এরপর উত্তরায় নিজ বাসভবনে মরদেহ রাখা হয়। আজ জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিতে শাফিনের দ্বিতীয় জানাজা  অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

এসময় গীতিকার, সুরকার প্রিন্স মাহমদুদ, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, পলাশ, গীতিকার কবির বকুলসহ সংগীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া শাফিন আহমেদের বন্ধুবান্ধব, স্বজন, ভক্তরা জানাজায় অংশ নেন এবং শেষ বারের মতো তাকে শ্রদ্ধা জানান। 

বিজ্ঞাপন

পরে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের পাশে সমাহিত করা হয় শাফিন আহমেদকে।

বিজ্ঞাপন

শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD