ওমরাহ পালনে যে ৬ জিনিস সঙ্গে রাখা বাধ্যতামূলক করল সৌদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪
পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য ৬টি জিনিস সঙ্গে রাখতে বাধ্যতামূলক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
আরও পড়ুন: কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৯, আটকে শতাধিক
এতে বলা হয়, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা ওমরাহ পালনে আসবেন তাদের ব্রিফকেসে যেন নির্দেশনায় উল্লেখিত ছয়টি জিনিস থাকে। এতে করে ওমরাহ পালন অনেকটাই সহজ হবে। সেগুলো হলো: পরিচয়পত্র/পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নম্বর, মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত
এছাড়াও ওমরাহ পালনে আরও সহজ করে দিতে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে ওমরাহ’র সুযোগ দিয়েছে সৌদি। ফলে শুধুমাত্র ওমরাহ ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না। হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয়েছে ওমরাহ’র সময়। চলতি বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন।
জেবি/এসবি