Logo

১৫ বছর ধরে প্রকাশ্য দিবালোকে হয়েছে ব্যাংক ডাকাতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৯:২৩
১৫ বছর ধরে প্রকাশ্য দিবালোকে হয়েছে ব্যাংক ডাকাতি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | সংগৃহীত ছবি

গত ১৫ বছর ধরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার ভাষায়, এই অর্থপাচারের বড় একটি অংশ ঘটেছে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি করে। তবে উল্লেখযোগ্য অংশ হয়েছে হিসাব-নিকাশের নানা কারসাজির মাধ্যমে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত উদ্যোগের পক্ষে অবস্থান নেয়। আন্তর্জাতিক পরিসরে আলোচনা, আস্থা গড়ে তোলা এবং অভিন্ন সমস্যার যৌথ সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণে বিশ্বাস করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষজ্ঞ, পেশাজীবী ও চিন্তাবিদদের একত্রিত করতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে হওয়া আলোচনা ও মতবিনিময় ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের জন্য সততা, জবাবদিহি ও উদ্ভাবনের ওপর সমান গুরুত্ব দেওয়ার পথনির্দেশনা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মো. তৌহিদ হোসেন আরও বলেন, বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবন তার নিজের পেশাসহ বিভিন্ন খাতে মৌলিক রূপান্তর ঘটাচ্ছে। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায় ব্যবসা ও প্রশাসনে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং নৈতিকতার ওপর আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।

তার মতে, বাংলাদেশের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও টেকসই সক্ষমতার সমন্বয় বিশেষ তাৎপর্য বহন করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে হলে দেশের পেশাজীবীদের কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ হলেই চলবে না; তাদের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গাটিও সমানভাবে শক্ত হতে হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময়, সর্বোত্তম চর্চা ভাগাভাগি এবং কার্যকর সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করা সম্ভব।

তিনি আরও বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। তাই ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক খাতে অনিয়ম রোধে পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD