Logo

চাঁপাইনবাবগঞ্জে ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৪, ০২:৫৬
53Shares
চাঁপাইনবাবগঞ্জে  ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ফেন্সিডিল বহনের সময় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ফেন্সিডিল বহনের সময় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। 

বিজ্ঞাপন

ক্রবার ( ২ আগস্ট) সকালে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

বিজ্ঞাপন

র‌্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জের কানসাট বাজার দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে একটি অটো ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে অটোভ্যানে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা অবস্থায় ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD