চাঁপাইনবাবগঞ্জে ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪


চাঁপাইনবাবগঞ্জে  ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ফেন্সিডিল বহনের সময় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। 


ক্রবার ( ২ আগস্ট) সকালে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুন মামলায় চট্রগ্রাম থেকে গ্রেফতার ৪


র‌্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জের কানসাট বাজার দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে একটি অটো ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে অটোভ্যানে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা অবস্থায় ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।


এসডি/