অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪


অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলোব অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ।


বুধবার (৭ আগস্ট)  শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলীর স্বক্ষর করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন: পুড়ে গেছে প্রশ্নপত্র, ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না


বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”


আরও পড়ুন: একাদশে ভর্তির সময় আবারও বাড়ল


এর আগে কোটা সংস্কারের আন্দোলতনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার কারণে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ৩ দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।


গেল ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।


জেবি/এসবি