‘চিনে নাও আসল উরফিকে!’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিগ বস ওটিটিতে নজর কেড়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। এর কারণে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তার শরীরে একটি সুতোও নেই। পোশাকের পরিবর্তে নিজের ছবি গায়ে জড়িয়ে লজ্জা ঢাকছেন। সঙ্গে কোমর দোলাচ্ছেন গানের তালে। এখন এই ভিডিতে মেতেছে নেটমাধ্যম।'
ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি লিখেছেন- ‘চিনে নাও আসল উরফিকে!’
প্রসঙ্গত, সর্বশেষ ‘বিগবস ওটিটিতে’ দেখা গিয়েছিল উরফিকে। ভক্তদের সঙ্গে কীভাবে সব সময় যোগাযোগ রাখতে হয়, সেটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। নিয়মিত ছবি ও ভিডিও দিয়ে থাকেন তিনি। বাড়ে ভাইয়্যা কি দুলহানিয়া, মেরি দুর্গা, বেপান্নাহ সিনেমাতেও কাজ করেছেন উরফি।
ওআ/