Logo

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তির সমাবেশ ও পদযাত্রা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৪, ০৫:৩৬
81Shares
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তির সমাবেশ ও পদযাত্রা
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ ‌ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ ‌ও  পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ আগস্ট) বিকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ হতে একটি পদযাত্রা ‌ শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।

 

এখানে ‌ সংক্ষিপ্ত পথসভায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াজ আহমেদ ‌ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ‌ আবরার নাইম ইতু, মোহাম্মদ অনিক, মহসিন ফয়সাল ‌, জান্নাতুল ফেরদৌস, মো. এনামুল , নিশাত নাবিলা, মো. আরাফাত, মোহাম্মদ জনি, নূর মোহাম্মদ প্রমূখ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন ‌ আমাদের সবাইকে ‌ সচেতন থাকতে হবে।  যে কোন অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আন্দোলনকে  কেন্দ্র করে ‌যদি কেউ ‌ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে ‌ তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। এছাড়া  বৃহস্পতিবার ‌ সকালে সরকারি রাজেন্দ্র কলেজে ‌ সাধারণ শিক্ষার্থীদের ‌ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD