ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তির সমাবেশ ও পদযাত্রা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে চলছে শিক্ষার্থীদের ট্রাফিক কার্যক্রম
বুধবার (১৪ আগস্ট) বিকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ হতে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত পথসভায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াজ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবরার নাইম ইতু, মোহাম্মদ অনিক, মহসিন ফয়সাল , জান্নাতুল ফেরদৌস, মো. এনামুল , নিশাত নাবিলা, মো. আরাফাত, মোহাম্মদ জনি, নূর মোহাম্মদ প্রমূখ।
আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে ফরিদপুরে আ. লীগের বিক্ষোভ
সভায় বক্তারা বলেন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যে কোন অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। এছাড়া বৃহস্পতিবার সকালে সরকারি রাজেন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এসডি/