ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, রিমান্ডের আবেদন করবে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪


ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত, রিমান্ডের আবেদন করবে পুলিশ
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার গ্রেফতার করে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। 


বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। 


আরও পড়ুন: ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর


এরআগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ তিন নেতাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


আরও পড়ুন: পদত্যাগ করলেন ওয়াসার এমডি তাকসিম এ খান


বৃহস্পতিবার (১৫ আগস্ট) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেন্টু মিয়া বলেন, ‘গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’


তিনি আরও বলেন, “গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।”


জেবি/এসবি