Logo

সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৪, ০১:৪৬
94Shares
সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত

বিজ্ঞাপন

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর হামলা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বৃহস্পতিবার (১৫ আগস্ট ) সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে সকাল থেকে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের শত-শত কর্মীরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে উপজেলা পরিষদ চত্ত্বর। ঘন্টাব্যাপী অবস্থান শেষে উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামানের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিলবের হয়।মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার সঞ্চালনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক, আ. রাজ্জাক খান, আ. ছত্তার খান, শহিদুল আলম বেপারী, কে,এম আবু সাঈদ, আবুল বাশার, আবু জাফর, মো. মাসুদুর রহমান, জুলফিকার মোল্যা, মিজানুর রহমান, নাজমুল হাসান রাজু, রাজিবুল হক রুমি, ফজলুর রহমান বাবুল, আ. রাজ্জাক তাজল, সজল মাতুব্বর, ধলা মৃধা, আসাদ মৃধা, দেলোয়ার হোসেন, রানা কাজী, মোঃ নোমান,হান্নান কাজী, ছাত্রদলের জাওয়াদ মোল্যা, তুষার মাহমুদ, রুমন, মিজানুর রহমান সিনহা,জিসান খান প্রমুখ। অপরদিকে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD