এইচএসসি’র স্থগিত পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪


এইচএসসি’র স্থগিত পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এ পরীক্ষার পুনর্বিন্যাশকৃত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট)  বিকেলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে  সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।


আরও পড়ুন: রবিবার খুলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান


গেল ৩০ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুসারে, ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।


আরও পড়ুন: আবারও বাড়ল একাদশে ভর্তির সময়


সবশেষ সকল পরীক্ষা স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানায় বোর্ডগুলো।


জেবি/এসবি