ধামরাইয়ে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সমাবেশ ও মিছিল।
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে দ্বিতীয় দিনের মত বিএনপি ও সহযোগী সংগঠনগুলো অবস্থান কর্মসূচি পালন করেছে। সেই সাথে ১৫ই আগস্ট দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সমাবেশ ও মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে ধামরাই পৌরসভার সীমা সিনেমা হল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। সেখান থেকে একটি মিছিল বের করে ধামরায়ের আঞ্চলিক সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করেন।এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।
আরও পড়ুন: আশুলিয়ায় মহাসড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ
অন্যদিকে ধামরাই উপজেলা চত্বরে সকাল থেকেই জড়ো হন যুবদল নেতাকর্মীরা। সেখানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বেলা ১২টার দিকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ধামরাই বাজার হয়ে ধূলিভিটা বাস স্ট্যান্ড মহাসড়ক দিয়ে থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে ধামরাই যাত্রাবাড়ী মাঠে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান।
আরও পড়ুন: কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার আশ্বাস জামায়াত শিবিরের
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তালুকদার জাহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইবাদত হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি শাহীন আহমেদ ভূইয়া শাওন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী প্রমুখ।
এমএল/